'খালেদা জিয়াকে যারা বিদেশে যেতে দিচ্ছে না তাদের বৈধতা কি?' কৃষকদলের প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৬ পিএম, ৩ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল বাবুল বলেছেন, খালেদা জিয়াকে যারা চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না তাদের বৈধতা কি? তারাতো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। যারা বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করেছে তারাই আজ বিএনপ নেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। তাদের কি পরিণতি হবে তারা কী বুঝতে পারছে না ডা. মুরাদের পতনের পরেও? তিনি বলেন, দেশে আর কোনদিন ২০১৪ বা ২০১৮ সালের মতো রাতের আধারের নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপিকে ধ্বংস করা কখনোই সম্ভব হবেনা। লাখ লাখ নেতাকর্মীর নামে প্রতিনিয়ত মিথ্যা মামলা ও নির্যাতনের পরেও ফিনিক্স পাখির মতো বিএনপি বারবার জেগে উঠছে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোনাগ্রামে আজ সোমবার বিকেলে নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন খান বুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সাবেক সহ-সভাপতি আজম খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মধুখালি বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সতেজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাঈদ তন্ময়, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান প্রমুখ। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। ফরিদপুরের নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর এলাকা সহ জেলা শহর ও বিভিন্ন উপজেলা হতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।