শেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৪ পিএম, ৩ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১১:৩১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রধান রনি বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেননি, রণাঙ্গনের মাঠে থেকে যুদ্ধ করেছেন। আমাদের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকল চক্রান্তের বিরুদ্ধে আপোষহীন নেত্রী বলেই তিনি আজ মিথ্যা মামলায় বন্দী। বিনা চিকিৎসায় এ মাফিয়া সরকার তাঁকে মেরে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রীকে মুক্ত এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখলের আন্দোলনের জন্য এখনই নিজেদের যোগ্য হিসাবে প্রস্তুত করতে হবে। যে কোন সময় আন্দোলনের ডাক এলে আমাদের সবাইকে একযোগে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে রাজপথে নামতে হবে।
আজ সোমবার দুপুরে শেরপুর পৌর শহরের গৃদা নারায়নপুরস্থ বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে শেরপুর জেলা ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের যুুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনীক, কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলাম ভুইয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেয়ামুল হাসান আনন্দ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিউন, দপ্তর সম্পাদক আলী হাসান প্রমুখ। ছাত্র সমাবেশে জেলার ৫টি উপজেলার ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।