কুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের হামলায় নৌকার ৫ কর্মী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ৩ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন চেয়ারম্যান তার সমর্থকদের হামলায় নৌকার ৫ কর্মীকে আহত হয়েছে।
জানা যায় রবিবার সন্ধার দিকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া বাজারে নৌকা প্রতীকের কর্মীরা ভোট প্রার্থনাকালে দবির উদ্দিন বিশ্বাস ৩০/৩৫ জনের বাহিনী নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হাতুর, লাঠি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে ৫ জন কর্মী মারাত্বক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে৷
আহতরা হলেন শংকরদিয়া গ্রামের সুরাপের ২ ছেলে গণি ও শরীফ, মৃত জাদবের ছেলে মোজাফ্ফর, মোজাফ্ফরের ছেলে শাহিন, মৃত সৈয়দের ছেলে ছমির৷
আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী লাল্টু রহমান জানান- ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন না পাওয়ায় এবং বিদ্রোহী প্রার্থী হতে না পেরে ক্ষুদ্ধ হয়ে দলীয় নির্দেশনা উপেক্ষা করে নৌকার পক্ষে নিরব ভুমিকা পালন করে আসছিলো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস৷
স্থানীয়রা জানান দবির উদ্দিন তার শংকরদিয়া গ্রামের নৌকা সমর্থকেরা ভোট করার কারনে ক্ষুদ্ধ হয়ে তার বাহিনী নিয়ে অতর্কিত হামলা করলে নৌকার ৫ কর্মী মারাত্বক ভাবে আহত হয় ৷
নৌকার প্রার্থীদের উপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করলে ইবি থানা ও স্থানীয় মনোহরদিয়া পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক আনতে সক্ষম হন৷
এব্যাপারে দবির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তার সমর্থকের সাথে প্রতিপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হট্টগোল ঠেকাতে গিয়ে তিনি নিজেও কিছুটা আহত হয়েছে এবং তার দুজন কর্মিও আহত হয়েছে। তারা এখন হাসপাতালে।