এবার আইভীকে শুভেচ্ছা জানালেন ৭ খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনের ভাই ও ক্যাডার বাহিনী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ৩ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১১:৩০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাশে এবার দেখা গেছে আলোচিত ৭ খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাই নুরুদ্দিনকে। এরআগে আইভী পাশে দেখায় যায় নুর হোসেনের ভাতিজা ছাত্রলীগ নেত শাহজালাল বাদল বাহিনীর প্রধান বাদলকে।
গতকাল রবিবার (২ জানুয়ারি) বিকালে ৪নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় সেলিনা হায়াৎ আইভীকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান নুর হোসেনের ভাই নুরুদ্দিন ও ক্যাডার কাইয়ুম।
এরআগে শনিবার (১ জানুয়ারি) সিদ্ধিগঞ্জের বটতলা এলাকায় কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদলের বাড়ির সামনে আয়োজিত এক নির্বাচনী সভায় মেয়র প্রার্থী আইভী ও বাদলকে পাশাপাশি দেখা গেছে।
জানা যায়, ৭ খুনের আলোচিতি আসামি নূর হোসেন গ্রেফতারের পর থেকেই তার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন নুর হোসেনের ভাই নুরুদ্দিন ও ভাতিজা শাহজালাল বাদল। নূর হোসেনের সন্ত্রাসী বাহিনী এখন নুরুদ্দিন ও শাহজালাল বাদলের নিয়ন্ত্রণে। আইভীকে বিগত দিনে কখনও নুরুদ্দিন ও শাহজালাল বাদলের সঙ্গে এত ঘনিষ্ঠ হতে দেখা যায়নি। তবে এবার নির্বাচনে জয় নিশ্চিত করতে নরঘাতকের পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন তিনি।
এদিকে আইভীকে যারা পছন্দ করেন তারাও বিষয়টি ভালোভাবে নেননি। তারাও কিছুটা হতবাক হয়েছেন এবং বিরক্তি প্রকাশ করেছেন। কারণ নগরবাসী আইভীকে সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবেই জানে। সেই আইভীকে নূর হোসেনের ভাই ও ভাতিজার পাশে তারা মেনে নিতে পারেছেন না।
আর এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন আইভী বিরোধী বলয় ও সাধারণ ভোটাররা। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী সমন্বয়ক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, সঙ্গে থাকলে ভালো, আর না থাকলে উনি সন্ত্রাসী এগুলো- ওই দলের সবারই চিরাচরিত ব্যাপার। তাদের অন্তরে, আর মুখের কথা দুই রকম। জনগণ সব বোঝে। এবার তাদের রায় দেখিয়ে দেবে সন্ত্রাসীদের সঙ্গে যারা, তাদের সঙ্গে নগরবাসী নেই। সন্ত্রাসবিরোধী বক্তব্য দিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করে এখন সন্ত্রাসীদের দিয়েই নির্বাচন করাতে তারা মাঠে নেমেছেন।
প্রসঙ্গত: ৭ খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত নুর হোসেনের পলাতক সন্ত্রাসীরা নির্বাচন ঘিরে এলাকায় ফিরে আসতে শুরু করেছে। নুরুদ্দিনের পক্ষে তারা নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছেন। নুরুউদ্দিন সরাসরি ওই সকল সন্ত্রাসীদের সহযোগিতা করছে। যা আইনশৃংখলাবাহিনী তদন্ত করলে বেরিয়ে আসবে বলে এলাকাবাসী জানিয়েছে।