গাইবান্ধা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:২৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু আজ রবিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাহেদুন্নরী তিমু গাইবান্ধা পৌর শহরের মহুরী পাড়ার বাসিন্দা।
তার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা: ময়নুল হাসান সাদিক ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তার নামাজে জানাযা আগামীকাল সোমবার (৩ জানুয়ারি) বাদ যোহর শহরের পৌর কবরস্থানে অনু্ষ্ঠিত হবে।