রংপুরে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকির সভায় আফরোজা আব্বাস
আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:৫০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রংপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন,আন্দোলন করে গণতন্ত্রের মা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই জালেম সরকারের হাত থেকে মুক্ত করতে হবে।
আজ রবিবার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশে তিনি এই আহ্বান জানান। রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিল দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান নাজমুন নাহার বেবী, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ,মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষকদলের সভাপতি শাহ্ নেওয়াজ লাবু, বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, জেলা সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নোমান হাসান, সিরাজ উদ দৌলা ডন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী রাজিব, কারমাইকলে কলেজের সভাপতি রবিউল ইসলাম রবি, রংপুর সরকারি কলেজের সভাপতি সুজন খান, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিলু সরকার প্রমুখ।
এসময় রংপুর মহানগর ও জেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা, থানা, ওয়ার্ড, কলেজ থেকে আনন্দ র্যালি নিয়ে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। এদিকে ছাত্রদলের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জল কামনের গাড়ী বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে আরপিএমপি।
ছাত্রসমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎস না দেওয়া হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে ছাত্রদল। এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় সকল কর্মসূচিতে রাজপথে থাকার আহ্বান জানান।