দক্ষিণ জেলা ছাত্রদলের সমাবেশে মো. মহসিন
বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ছাত্রদল ভ্যানগার্ড হয়ে থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০১ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিতছাত্র সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন বলেছেন, ৫২'র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ সর্বশেষ ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ছাত্ররা রক্ত দিয়ে আসছেন। তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতার মোহে ছাত্রদলের ওপর নির্যাতনের ইতিহাস রচনা করেছে। সারা দেশের কারাগারগুলোতে ছাত্রদলের নেতাদের কান্নার আওয়াজ শোনা যায়। যতই নির্যাতন জুলুম আসুক ছাত্রদল তাদের সংগ্রাম থেকে পিছপা হবে না। 'হামলা-মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। ছাত্রদল বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারকে বিদায় ঘণ্টা বাজিয়ে ছাড়বে।
আজ রবিবার নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য আবদুল ওয়াহিদ সুমন, হায়দার হিরু, নাঈমুল আলম খোকন, ফরহাদ হোসেন, আসাদুজ্জামান সাজ্জাদ, সাইফুল ইসলাম নান্টু, মোহাম্মদ সালাউদ্দিন, রবিউল হোসেন, চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব অলিউল হোসেন রুবেল, মহিউদ্দিন, ইসতিয়াক জামি, দিলদার এইচ রানা, ইকবাল হোসেন আশেক, রোকন উদ্দিন, শেখ নয়ন, আরফান চৌধুরী, মো ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, গাজী রিফাত, মহিন উদ্দিন, মুহিব্বুল হক আতিক, ফরহাদ উদ্দিন, রিয়াদ হোসাইন, আসিফুজ্জামান প্রমুখ।