ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়ায় ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ জানুয়ারি) কুষ্টিয়া সদরে বেলা ১২টায় জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।
জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের পরিচালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক আলাউদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো: কামাল উদ্দীন, বিশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া গভ.কলেজের সাবেক ভিপি ইসমাইল হোসেন মুরাদ, জেলা কৃষকদলের সভাপতি ও ইবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. গোলাম কবির, কুষ্টিয়া গভ.কলেজের সাবেক জিএস আলীমুল ইসলাম, ইবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক এজিএস কাজী জুরাইস হোসেন, ইবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন সহ জেলা ও বিভিন্ন ইউনিটের সাবেক ছাত্রনেতারা।
এছাড়া আরো উপস্থিত ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১নং যুগ্ম-আহ্বায়ক জামিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম, মোক্তাদির রহমান, সাদ্দাম হোসেন, বজলু রহমান, আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, পিনো, ইমরান হোসেন সহ জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।