বেলকুচিতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৭ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শনিবার (১ জানুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলার তামাই এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেক কাটা হয়।
এর আগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয়া হয় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফিকুর রহমান সজলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, ইমতিয়াজ আহমেদ, আলম প্রামাণিক কমিশনার, নুরে আলম, গোলাম কিবরিয়া, রাজিব আহসান।
ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহারিয়া আহমেদ, রাশেদুজ্জামান রাব্বী, জুবায়ের হোসেন, বুলবুল আহমেদ ভুইয়া প্রমুখ।