চবিতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১২:৫২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল, পুষ্পস্তবক অর্পণ ও ছাত্র সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শনিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে আনন্দ মিছিল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ছাত্র সমাবেশ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি নিউটন দত্ত, ইকবাল করিম, আইনুল কামাল, শাহাদাত হোসেন, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব উদ্দিন চৌধুরী, মোঃ হিসাম উদ্দিন, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম সায়েম, মিসবাহ উদ্দিন নাসিম, মোহাম্মদ হাসান, আসাদুল হাবিব, যোগাযোগ বিষয়ক সম্পাদক তালিমুল ইসলাম সায়েম, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ আদিল, কলা অনুষদের আহবায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মোঃ ইউসুফ, মোঃ সোয়াইব, মোঃ কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মোঃ তমাল হোসেন, মোঃ মহসিন, রাশেদ উল্লাহ, মোঃ শাহজান, আরিফুর রহমান, নোমান, হুমায়ন রহমান, আব্দুল কাদের, জিল্লুর রহমান, তৌহিদ, রিদয় হোসেন ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন মোর্শেদ মীর্জা, রাকিবুল ইসলাম, রাজু, মোহাব্বত, রফিক, তৌহিদ, আয়ুব, পারভেজ, ফয়সাল, সেলিম, দিদার, মোমিন, সনজয়, ওমর ফারুখ প্রমুখ।