খুলনায় ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৬ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনায় তিন দিনব্যাপি কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার (১ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে নগরীর টুটপাড়া কবরস্থানে প্রয়াত ছাত্রদল নেতাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর আহবায়ক ইশতিয়াক আহমেদ ইসতি, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, নগর সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস, হাসান মাহামুদ, সৈয়দ ইমরান, গাজী মনিরুল ইসলাম, মোঃ আবু জাফর, মাজহারুল ইসলাম রাসেল, আব্দুর রহিম বাদশা, এস এম ইউসুফ, মাহামুদুল হাসান, মোঃ ইমরান মল্লিক, মোঃ রাজু আহমেদ, ইসরাইল হোসেন জিসান, এস এম নয়ন, তারিকুল ইসলাম, আরিফ মোল্লা, ইমরান সালেহ সিফাত, নাজের মাহমুদ নিবিড়, সাকিব রেজা, সোলাইমান হোসেন রাহাত, মাহামুদুল আলম সাহিল প্রমুখ।
এছাড়া ৩ জানুয়ারী সোমবার দুপুর ২ টায় দলীয় কার্যালয় চত্বরে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও বিশাল ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি থাকবেন বিএনপি নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
প্রধান বক্তা থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল, সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মাজেদুল ইসলাম রুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
স্বাগত বক্তব্য রাখবেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। সভাপতিত্ব করবেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস।