চিলমারীতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২২ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৪১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শতশত ছাত্রদলকর্মীরা বর্ণাঢ্য র্যালী বের করে।
র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখা বিএনপির সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিরিন, বিএনপি নেতা আব্দুল মালেক, মজিবর রহমান, সাবেক যুবদলের সম্পাদক আবু সাঈদ হোসেন পাখী, সাবেক সাংগাঠনিক সম্পাদক তাইবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহমুদুল হাসান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুৎ সাদ্দাত সাক্ষর, সদস্য সচিব মিনহাজুল হাসান, ছাত্রদল নেতা আখতারুজ্জমান বাবু, রিফাজুল ইসলাম রিয়াদ, জেহাদ ফেরদৌস চমক, হোসাইন মোহাম্মাদ বিপ্লব, হামিদূল ইসলাম জনি, মুসফিকুর রহিম প্রমূখ।
বক্তারা আলোচনা সভায় দেশের শিক্ষাঙ্গনের নৈরাজ্য প্রতিরোধ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানো, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সহ গনতন্ত্রের মুক্তির বিষয়ে আলোকপাত করে ছাত্রদলের ভুমিকা পালনের আহবান জানান।