ইবিতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৭ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ শনিবার (১ জানুয়ারি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে ইবি থানা গেট থেকে র্যালী শুরু করে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
পরে মহান স্বাধীনতার ঘোষক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, বিশেষ অতিথি হিসেবে সাবেক সিনি. সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, রঞ্জু ইসলাম, সাবেক সদস্য মামুন উপস্থিত ছিলেন।
এছাড়া আরোও উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওমর শরীফ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, সোলায়মান চৌধুরী, রোকনউদ্দীন, সালাউদ্দীন রানা, মোক্তাদির রহমান, আহ্বায়ক সদস্য রাফিজ, নুরউদ্দীন, সৌরভ, রনি, শাওন, সম্রাট, মিঠুন সাক্ষর সহ অন্যান্য নেতৃবৃন্দ।