পঞ্চমবারের মতো চেয়ারম্যান হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮ পিএম, ৩১ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৪৬ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের এ নির্বাচনে চশমা প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আ. লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া মু. আমিনুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৮১ ভোট।
এই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম ১ হাজার ৮২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। তিনি জামানত হারিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মো. সিরাজুল ইসলাম ২০১৬ সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২ সালে মাত্র ২৭ বছর বয়সে তিনি প্রথমবারের মতো গুণবহার ইউপি চেয়ারম্যান হন। এরপর ১৯৯৮, ২০১১ ও ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৮১ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাষানী) ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়ন থেকে বোয়ালমারী কলেজ ছাত্র ছাত্রী সংসদের জিএস হয়েছিলেন। তিনি ফরিদপুর জজ আদালতে আইন পেশায় নিযুক্ত আছেন।
ইউনিয়নের কামারগ্রামের ভোটার এমএম জামান বলেন, আমাদের চেয়ারম্যানের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কখনো কারো প্রতি রাগেন না। আবার কেউ সামনা সামনি তাঁকে বেশি কথা (অনুযোগ) বললেও তিনি পাল্টা প্রতিউত্তর করেন না।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এক প্রতিক্রিয়ায় জানান, সরকারের নানা দমন পীড়ন ও অত্যাচার নির্যাতন সহ্য করে আমার কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে হয়েছে। এমন প্রতিকূল পরিবেশে আমার ইউনিয়নবাসী বর্তমান সরকারের মেয়াদেই আমাকে পর পর তিনবারসহ মোট পাঁচবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এ জন্য আমি ইউনিয়নের সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর বলেন, গুণবহা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম তৃণমূল থেকে উঠে আসা একজন দক্ষ ও ত্যাগী সংগঠক। রাজনীতির পাশাপাশি সার্বক্ষণিক জনগণের সাথে থাকাই তাঁর পেশা।