সাইন্সল্যাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন কোটা আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ এএম, ১০ জুলাই,
বুধবার,২০২৪ | আপডেট: ০৪:৫৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কোটা সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাবে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷
বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে অংশ নেন ঢাকা কলেজ দুই শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনকারীরা এলিফ্যান্ট রোডের মুখে অবস্থান নিয়ে মানবঢাল তৈরি করে সড়কে যান চলাচল বন্ধ করে দেন৷
শিক্ষার্থীরা মাইকে ঘোষণা দেন, 'আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা সড়ক অবরোধ করেছি৷ জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন আমরা চলতে দেব না। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবো না। কাউকে ঘটাতেও দেবো না।' এরপর তারা কোটা প্রথা বিরোধী নানা স্লোগান ধরেন।
এ সময় নিউ মার্কেট থেকে সিটি কলেজ-শাহবাগ, সিটি কলেজ থেকে নিউ মার্কেট-এলিফ্যান্ট রোড-শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।