কারওয়ান বাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১১ এএম, ১৮ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:১৯ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে ছুটে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (১৮ মে) সকাল ১০টা ১৭ মিনিটে লা ভিঞ্চি হোটেলের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। ঢাকা মেইলকে তিনি জানান, সকাল ১০ টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
তবে কীভাবে আগুন লাগল এবং কোনো হতাহত হয়েছে কি না লিমা খানম সে বিষয়ে কিছুই জানাতে পারেনি।