শুক্রবার মেট্রোরেল চলার খবর, যা বললো কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ১৪ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৫:১৪ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে মেট্রোরেল শুক্রবারও চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে— বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এ বিষয়ে কথা বলেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
মঙ্গলবার (১৪ মে) এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, শুক্রবার মেট্রোরেল চলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে আমাদের এখন কোনো পরিকল্পনা নেই। এই ধরনের সিদ্ধান্ত নিলে পরবর্তীতে জানানো হবে।
এদিন বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো দাবি করে, আগামী জুলাই মাস থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
তবে পরে বিষয়টি গুজব বলে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানানোর পর এ সংক্রান্ত বিভ্রান্তির অবসান হলো।
বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার বন্ধ থাকে মেট্রোরেল চলাচল।
বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়ে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।