কাচ্চি ভাইয়ের মালিক গ্রেপ্তার, ২ দিন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ পিএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:১০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর বেইলি রোডে ‘গ্রীন কোজি কটেজে’ অগ্নিকাণ্ডের ঘটনায় কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সন্ধ্যায় সিআইডির মুখপাত্র আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেইলি রোড ট্রাজেডিতে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে নিয়ে এসে পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।
আজাদ বলেন, মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সোহেল সিরাজ। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে সিআইডিতে হস্তান্তর করেছে। বুধবার তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। পরে শুনানি শেষে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
জানা যায়, বেইলি রোড ট্র্যাজেডির পর দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছিলেন সোহেল সিরাজ। বুধবার সকালে দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গ্রেপ্তার হন– চা-কফির দোকান চুমুক রেস্তোরাঁর দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন, কাচ্চি ভাইয়ের বেইলি রোড শাখার ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান ও গ্রিন কোজি কটেজ ভবনের ব্যবস্থাপক মুন্সি হামিমুল আলম বিপুল। গ্রেপ্তার চারজনের বাইরে এজাহারে আসামির তালিকায় আসা বাকি দুইজন হলেন- আমিন মোহাম্মদ গ্রুপের স্বত্বাধিকারী এবং কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজ। এর মধ্যে সোহেল গ্রেপ্তার হয়েছেন।