ডাবের খোসা, চিপসের প্যাকেট দিলেই মিলবে টাকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ৭ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:২৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকাসহ সারা দেশেই সাধারণত এই সময়ে প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। নানামুখী উদ্যোগ নিয়েও কমানো যায় না ডেঙ্গুর বিস্তার। ফলে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ অসুস্থসহ মারাও যাচ্ছেন।
এবার রাজধানীতে ডেঙ্গু মোকাবিলায় এক অভিনব কায়দা অবলম্বন গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এডিস মশার লার্ভা তৈরি হতে পারে এমন সব পরিত্যক্ত জিনিস নিয়ে নগদ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
এই কর্মসূচিতে পরিত্যক্ত নষ্ট টায়ার ৫০ টাকা, ডাবের খোসা দুই টাকা এবং প্রতিটি চিপসের প্যাকেট জমা দিলে এক টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি। এ সময় মেয়রের কাছে ৫০০ চিপসের প্যাকেট জমা দিয়ে এক ব্যক্তি ৫০০ টাকাও নিয়েছেন।
ভ্রাম্যমাণ এই কর্মসূচি নিয়ে মেয়র বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। তারা যদি এগিয়ে আসে তবে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মনে হবে না।
সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন। এ ছাড়া অফিস, বাড়িসহ যেকোনো জায়গায় এডিস মশার লার্ভা পেলে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে।
তিনি জানান, হটস্পট নির্ধারণে ২৬টি জায়গায় কাজ করছে ডিএনসিসি। জলজট হলে তা নিরসনে কুইক রেসপন্স টিম সেখানে কাজ করবে। সব ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে নিয়ে জনসচেতনতার কাজ করা হবে।
জমা পানি যেখানেই হোক রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে জনগণ সঙ্গে না থাকলে এডিস মশার মোকাবিলা সম্ভব নয়।
ডেঙ্গু প্রতিরোধে জনমত সৃষ্টি ও র্যালি করতে প্রতিমাসে ডিএনসিসির কাউন্সিলরদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, কাউন্সিলররা এলাকার মুরুব্বী, স্কুলের শিক্ষক, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের সবার সঙ্গে আলাপ করবেন। ঘরবাড়ি ও নিজস্ব জায়গা পরিষ্কার করার কথা জানাবেন। সিটি করপোরেশনের গাছগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে জানাবেন। আমাদের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলররা জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবেন। কোনো কোনো জায়গার স্বচ্ছ পানি জমে এডিস মশার লার্ভা জন্ম নেয় এসব বিষয়ে তারা জনগণকে সচেতন করবেন।
চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচ মে পর্যন্ত ডেঙ্গুতে ২ হাজার ২৮৮ জন আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশুসহ ২৭ জন।