মাদক কারবারির ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ পিএম, ৩০ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৬:৩৩ পিএম, ৩০ নভেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারির ছুরিকাঘাতে আহত এক যুবক মারা গেছেন। তাঁর নাম হযরত আলী (২৪)। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত মাদক কারবারি সেলিমকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
হযরত আলীর বড় ভাই আসাদ আলী জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণখানের গাওয়াইর বাজার এলাকায় বাগবিতণ্ডার জেরে তাঁর ভাইকে ছুরিকাঘাত করেন সেলিম। তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর ভাই।
পরিবারের সদস্যরা জানান, হযরত আলীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামে। তাঁর বাবার নাম আব্দুর রশিদ। তিন ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। রাজধানীর উত্তরার আজমপুর এলাকার একটি কারখানায় কাজ করতেন।