সাভারে এসি বিস্ফোরণে আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮ পিএম, ১৬ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৭:৪৯ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকার সাভারে একটি ক্লথিং স্টোরের এসি বিস্ফোরিত হয়ে দোকান মালিকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে সাভারের উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন গেন্ডা এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— দোকানের মালিক ইউসুফ ও নাহিদ। অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ইউসুফ ও নাহিদের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট যায়। তবে ইউনিট পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।