ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ এএম, ২৬ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:৩৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসযোগে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।
রোববার (২৪ মার্চ) রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- মিজানুর রহমান, মনির হোসেন, শান্ত মিয়া ও মহসীন আহমেদ।
এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি চাপাতি, একটি দা, ডিবি পুলিশ ও প্রেস লেখা স্টিকার, সাংবাদিকের আইডি কার্ড, দড়ি, গামছা, ৪টি মোবাইল, একটি সুইচ গিয়ার চাকু, একটি খেলনা পিস্তল ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
শ্যামপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন জানান, কদমতলী থানার জনতাবাগ জোড়া খাম্বা স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কয়েকজন লোক ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাস নিয়ে ডাকাতি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।