ট্রাকচালককে গুলি, খিলগাঁও থেকে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ১৯ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৭:৩১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীতে ট্রাকচালককে গুলি করার মামলায় রাজধানীর খিলগাঁও থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার খিলগাঁওয়ের সবুজবাগ ও বাসাবো এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৫টি অস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ৪৯টি গুলি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রমজান আহম্মেদ (৩৪), যুবরাজ (৩৫), মো. ইব্রাহিম হাওলাদার (৩৮), মকবুল হোসেন (৪০), সাজ্জাদ হোসেন (২৭) ও রিফাতুল্লাহ নাঈম (৩৫)।
রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
গত রোববার সবুজবাগের আমুলিয়া এলাকায় মো. আলম (৪০) নামের এক ট্রাকচালককে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা হয়। মামলার পর ছায়াতদন্ত শুরু করে ডিবির মতিঝিল বিভাগ। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করল ডিবি।
ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, বালুভর্তি ট্রাকটি মালিবাগ থেকে সবুজবাগে যাচ্ছিল। পথে ট্রাকের গতি রোধ করে কয়েক দুর্বৃত্ত। ট্রাকে ভাঙচুর চালায় তারা। এ সময় তাদের একজন পিস্তল বের করে। তখন ট্রাকের মালিক মো. গোলাম ফারুক (৫৫) ও ট্রাকচালক আলম (৪৫) দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা গুলি করে। ট্রাকচালক আলমের ডান পায়ে গুলি লাগে।