রোজায় রাজধানীতে প্রথম স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ১৯ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:০৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীতে স্বস্তিও শান্তির বৃষ্টি হয়েছে। একপশলা বৃষ্টি যেন শান্তির পরশ বুলিয়ে দিয়েছে রোজাদারদের। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। একপশলা বৃষ্টিতে প্রকৃতি শান্ত হয়েছে অনেকটাই। স্বস্তি নেমে এসেছে জনজীবনে।
অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার বলা হয়েছিল- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজধানীসহ দেশের ১০ জেলায় দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, মাদারীপুর এবং ফরিদপুর জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৯টা থেকে দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে এবং পাঁচদিনের মধ্যে বজ্রাসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।