বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ১৬ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ১২:৪৩ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর বিমানবন্দর এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মাটিবাহী একটি ট্রাকের ধাক্কায় আল আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালক হৃদয়কে (২১) আটক করেছে পুলিশ।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির মামুন এ সব তথ্য জানান।
আল-আমিন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাকর নগর গ্রামে মৃত হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় অবস্থায় থাকতেন।
এসআই এনায়েত কবির মামুন বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল আল আমিন। সে সময় মাটি বোঝাই দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’