এবার পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ পিএম, ৩ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ১০:০৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বেইলি রোড, ওয়ারীর পর এবার রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার রাত ১০টা ২৪ মিনিটে নয়াবাজারের জিন্দাবাহার পার্কের পাশের ঐ গোডাউনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় জুতার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২৫ মিনিট পর রাত ১০টা ৪৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
শুক্রবার রাতে ওয়ারীতে পেশওয়ারাইন নামে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। রাত সোয়া ১০টায় আগুনের সংবাদ পেয়ে রেস্টুরেন্টটিতে যায় ফায়ার সার্ভিস। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে আগুন নেভানো হয়।
এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। এতে আহত হন আরো অনেকে।