রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ এএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:৪৯ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা সম্পর্কে দাদি-নাতনি বলে আশপাশের লোকজন জানিয়েছেন।