সরকার গরীব দু:খী মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের ভাগ্যোন্নয়নে ব্যস্ত : বাদশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ পিএম, ১ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:০৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই গরীব দু:খী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও গরীব দু:খী মানুষের কথা চিন্তা করে হাজার হাজার মাইল দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে শীতবস্ত্র পাঠিয়েছে। আ’লীগ সরকার দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় থেকেও কখনো গরীব দু:খী মানুষের পাশে দাঁড়াইনি। তারা শুধু নিজেদের ভাগ্যোন্নয়নে ব্যস্ত রয়েছে।
তিনি আরো বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের তরতাজা করছে। গণতন্ত্রকে হত্যা করে দিনের ভোট রাতে করে ডাকাতির মাধ্যমে ক্ষমতায় বসে দেশে অরাজকতা চালিয়ে যাচ্ছে। দলীয় সিন্ডিকেট ব্যবসায়ীদের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে করার সুযোগ দেওয়া যাবে না। শহীদ জিয়ার সৈনিকরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে।
আজ বুধবার (১ ফেব্রোয়ারি) দুপুর ১২টায় শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে দুবলাগাড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা ইদ্রিস আলী সাকিদার, মোশারফ মন্ডল, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, বাদশা আলম, হাফিজার রহমান কাজল, নুরুল আজাদ, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম-আহবায়ক সাজেদুর রহমান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজাদুর রহমান, সদস্য সচিব হাসান আলী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভেটু, মহিলাদলের সভানেত্রী কোহিনুর আক্তার, মহিলাদল নেত্রী জোসনা বেগম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিরা পাঁচ শতাধিক গরীব অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। তারেক রহমানের উপহার শীতবস্ত্র পেয়ে গরীব দু:খী মানুষেরা জিয়া পরিবারের মঙ্গল কামনায় মন খুলে দোয়া করেন।