ব্রিটিশ এমপি রুশনারা আলী
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন, নির্বাচন পর্যবেক্ষকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৬:২২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফর করেছিলেন ব্রিটিশ সংসদ সদস্য এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী। সফরে তিনি দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ব্রিটিশ এমপি জোনাথন রিনল্ডস, মোহাম্মদ ইয়াসিন এবং টম হান্ট। ০৪ জানুয়ারি প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছিল। সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেছিলেন, ‘তিনি (শেখ হাসিনা) প্রতিনিধিদলকে বলেছেন যে, আগামী সাধারণ নির্বাচনে সরকার বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত। এদিকে, এপিপিজির পক্ষ থেকে দলটির নেতা রুশনারা আলীও জানিয়েছেন তাদের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেনঃ ‘এই মাসে, আমি বাংলাদেশে এপিপিজি সফরের নেতৃত্ব দিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার এবং বিরোধী দল- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (নেতা) সিলেটের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। (আমাদের মধ্যে) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের প্রয়োজনীয়তা এবং জলবায়ু সংকট নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে (০৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে এপিপিজি প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতের পরও সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সাক্ষাতে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাসহ নানা বিষয়ে আলোচনা করেছেন।