বিএনপির পদযাত্রা কর্মসূচির মঞ্চে ড. মোশাররফসহ শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ এএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৩:১৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেনসহ শীর্ষ নেতারা।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে মিরপুর গোল চত্বর গিয়ে শেষ হবে। এটি বিএনপির তৃতীয় দিনের কর্মসূচি।
এর আগে রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং যাত্রাবাড়ী থেকে শামপুর পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি।
আজকের পদযাত্রায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সঞ্চালনায় থাকবেন আমিনুল হক।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।