যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির খবর সর্বৈব মিথ্যা কথা : ওয়াসার এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ এএম, ১০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:৪৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি নিয়ে দেশের জাতীয় দৈনিকে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) কারওয়ান বাজারে ওয়াসা ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।
তাকসিম এ খান বলেছেন, ‘আমি ও আমার পরিবারের সবাই আমেরিকার নাগরিক। যে পাঁচটি বাড়ির তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে একটি অ্যাপার্টমেন্ট আমার স্ত্রীর কেনা। বাকি বাড়ি সম্পর্কে আমার কোনো তথ্য জানা নেই। ডাহা মিথ্যা কথা লেখা হয়েছে। ’
‘ঢাকা ওয়াসার পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সব ব্যবস্থাই গ্রহণ করা হবে’, যোগ করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
তিনি আরও বলেন, ‘আমি যদি দুর্নীতি করি তাহলে সরকার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? আমি কোনো টাকা দেশ থেকে পাঠাইনি। প্রয়োজনও হয় না। আমার স্ত্রী সেখানে ভালো চাকরি করেন। আমার ছেলেও ভালো চাকরি করে। আমার টাকা পাঠাতে হয় না। প্রয়োজনে তারাই পাঠায়।’