ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে র্যাবের ৩ সদস্যের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ব্যবসায়ী আবদুস সালামকে নির্যাতনের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমানসহ র্যাব-১-এর তিন সদস্য এবং আরও দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মেহেদী হাসানের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী।
আদালত শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন, যা জানা গেছে আজ বৃহস্পতিবার।
মামলায় মুশফিকুর রহমান ছাড়া র্যাব-১-এ কর্মরত অপর দুই আসামি হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রাতুল রাজ, উপপরিদর্শক (এসআই) সুজন। এ ছাড়া বাকি দুই আসামি হলেন মো. রাজীব ও রিপন।
মামলায় বলা হয়, ব্যবসায়ী আবদুস সালামের পূর্বপরিচিত প্রধান আসামি রাজীব। একসময় দুজনে ব্যবসা করতেন। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন হয়। রাজীব তার কাছে যে টাকা পেতেন, তা পরিশোধও করেন। তবে রাজীবের কাছে তিন থেকে চারটি ব্যাংকের চেক ছিল। টাকা পরিশোধের পরও তিনি আরও ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ভয়ভীতি দেখান।
গত ২৫ ডিসেম্বর রাজীব, র্যাব সদস্য রাতুল রাজ ও সুজন ওই ব্যবসায়ীকে বাসা থেকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন। লোকজন এগিয়ে এলে র্যাবের ওই সদস্যরা চলে যান।
এরপর গত ২৬ ডিসেম্বর র্যাব-১-এ মুশফিকুর রহমানের কার্যালয়ে যান ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে নির্যাতনের শিকার হন তিনি।