আইন ও সালিশ কেন্দ্রে মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আজ মঙ্গলবারসকালে তিনি আসক কার্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তিনি আসক অফিস ঘুরে দেখেন। আসক কর্মীরা সংগঠনটির চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার ও মানবাধিকার সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়ায় রাষ্ট্রদূত পিটার হাস আসককে অভিনন্দন জানায় আসক। এসময় নির্যাতিতদের কথা তুলে ধারা আহবান জানান পিটার।