রাজধানীর চকবাজারে হার্ডওয়্যার মার্কেটে এখনো বের হচ্ছে ধোঁয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ এএম, ১৮ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নিয়ন্ত্রণে আনা হয়েছে রাজধানীর চকবাজারের ইমামগঞ্জে হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় শনিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, শনিবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দা আর ব্যবসায়ীরা বলছেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে হার্ডওয়্যার দোকানগুলোতে পাটজাত পণ্য থাকায় তা দ্রুত ছড়ায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সহায়তায় প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
আজ রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ইমামগঞ্জের হার্ডওয়্যার পল্লীতে গিয়ে দেখা যায়, এখনো আগুনের ধোঁয়া বের হচ্ছে।
দেখা যায়, দোকানের কর্মচারীরা এখনো বালতি করে পানি দিচ্ছেন। যেখানে দেখছেন ধোঁয়া উঠছে সেখানেই পানি দিচ্ছেন। এছাড়া পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন কিছু অক্ষত আছে কিনা।
ব্যবসায়ীরা নির্বাক চোখে কর্মচারীদের কাজ দেখছেন। চোখে একরাশ হতাশা। ছাইয়ের স্তুপ থেকে কোনো মালামাল বের হবে এরকম আশা তারা প্রায় ছেড়েই দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মার্কেটের নিচতলায় হার্ডওয়্যারের দোকানগুলোর বেশিরভাগই কাঠ, টিন এবং ছন থাকায় আগুনের মাত্রা বেড়েছিলো।