বিজয় দিবসে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মিদের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৬ এএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৫৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
১৬ ডিসেম্বর মাহন বিজযের মাসে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় দলীয় কার্যালয় ভাংচুর এবং বহু নেতা-কর্মীদের আহত করে।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৭ ঘটিকায় মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা চলাকালিন সময় আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলায় ব্যাপক ভাংচুর ও ২৫-৩০ জন নেতাকর্মীকে আহত করে ।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ৬.৩০ঘটিকার সময় মানিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয় হতে বিএনপি নেতৃবৃন্দরা শহীদ ব্যাধিতে ফুল দেওয়ার প্রস্তুতি কালে আওয়ামী সন্ত্রাসীরা লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা করে। এ হামলায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, তিনটহরি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জু মিয়া মারাত্মক জখম হয়, বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। এ হামলায় আরো ৫০- ৬০ জন গুরুতর আহত হয়।
পুলিশের সহযোগীতায় গতকাল থেকে মানিকছড়িতে এ হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা এবং বার বার প্রশাসনকে জানানোর পরও তারা কোন প্রকার সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ।
অপরদিকে আজ সকালে মহালছড়িতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতৃবৃন্দরা বিজয় দিবসের রেলির প্রস্তুতি কালে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনকে জখম করে। এতেও আরো ৫০-৬০ জন আহত হয়।
মহান বিজয় দিবসের মাসে বিভিন্ন উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের এহেন ঘৃন্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, পুলিশের কার্যকলাপের সমালোচনা করে জেলা বিএনপি।
আওয়ামী লীগের এসকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে জেলা বিএনপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।