নিরাপত্তার বলয়ে বায়তুল মোকাররম মসজিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৫ এএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৩৬ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
জাতীয় মসজিদের অদূরে পল্টন, দৈনিক বাংলা ও গুলিস্তান মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর ও পশ্চিম গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।
বায়তুল মোকাররম এলাকায় দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বায়তুল মোকাররমে কোনো ধরনের ঘোষিত কর্মসূচি নেই। তারপরও মুসল্লিদের নিরাপত্তার কারণে অবস্থান নেওয়া হয়েছে। এদিকে, এ এলকায় আজ দোকানপাট প্রায় বন্ধ, পথচারীদের চলাচলও সীমিত দেখা গেছে।