কুড়িলে উন্নয়নের খেসারত : ভুক্তভোগী পরিবার বাসা থেকে উচ্ছেদের মুখে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৫৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
উন্নয়নের নমুনা। ৩০০ ফুট কুড়িল বিশ্বরোডের সাথে ১০০ ফুট খাল তৈরির জন্য পাশের জমি অধিগ্রহণ। এল এ কেস নং-২০/২০১৫-১৬। ঢাকা জেলা প্রশাসনের এল এ শাখায় অবহেলায় পড়ে আছে। ভুক্তভোগীরা অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। বাসা ভাড়া দিতে না পাড়ায় উচ্ছেদের শিকার।
এমন একজন মাজেদা বেগম। স্বামী মৃত রুহুল আমিন (বাচ্চু)। হোল্ডিং নং-ক-৩২/ডি/১ কুড়াতলী, জোয়ার সাহারা (কুড়িল বিশ্বরোড), খিলক্ষেত, ঢাকা উত্তর সিটি করপোরেশন। জমির মৌজা জোয়ার সাহারা, দাগ নং ১৭১১। সিটি জরিপে দাগ নং ২৪৯০২। জমির পরিমাণ কমবেশি ২ শতাংশ। এমন খবর এর আগেও ছাপা হয়েছে (সূত্র : দৈনিক দিনকাল ৩১-১০-২২ পৃষ্ঠা ৮)
এ বিষয়ে জানা গেছে, এই অধিগ্রহণজনিত জমির ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা গত ৬ বছর ধরে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। বাসা ভাড়া বাকি পড়ায় (বর্তমানে উত্তর বাড্ডায়) উচ্ছেদের হুমকিতে রয়েছে ক্ষতিগ্রস্ত একটি পরিবার। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের উত্তর-পশ্চিম গেটে অবস্থান গ্রহণ করেন ভুক্তভোগী ওই পরিবার। আগামীতে অনশনে যেতে পারেন বলেও জানান তারা।