খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ এএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মেহেদী হাসান (২৮)।
গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ও জজ মিয়া রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় থাকতেন। আর মেহেদী হাসানের বাসা মুগদা মেডিক্যালের পাশে।
জানা গেছে, নিহতরা সবাই বন্ধু। তারা ঘুরতে বের হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।