রাজধানীতে আজ ১ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫ এএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার এক থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। লোডশেডিং এর সূচি থেকে এই তথ্য জানা যায়। তবে ১২ ঘণ্টার সম্ভাব্য লোডশেডিং হতে পারে শুধু শ্যামপুরের কয়েকটি স্থানে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এই জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে।
ডিপিডিসির দায়িত্বশীল দু’জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহে দু’দিন শ্যামপুর শিল্প কারখানা বন্ধ থাকে। তাই সোম ও মঙ্গলবার এই এলাকায় বিদ্যুতের বরাদ্দ কমে যায়। এতে ১০-১২ ঘণ্টা লোডশেডিং করার সূচি দেয়া হয়। বাকি পাঁচদিন এত বেশি থাকে না।
আজকের দেয়া সূচি অনুযায়ী, শ্যামপুর শিল্প এলাকা ও বিসিক এলাকায় আজ টানা তিন ঘণ্টা করে লোডশেডিং থাকবে। এভাবে সারাদিনে মোট ৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। এর মাঝে বিনিময় চাকদা স্টিল, কদমতলী স্টিল এক্সপ্রেস, এস আর স্টিল এক্সপ্রেস, এইচ আর রি রোলিং মিলস ও হোসেইন ইঞ্জিনিয়ার এক্সপ্রেস কারখানাগুলোতে সকাল ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত বিদ্যুৎ একটানা তিন ঘণ্টা সময় ধরে দু’দফায় পর্যায়ক্রমে লোডশেডিং হবে।
এছাড়া নন্দলালপুর, শ্যামপুর, বিসিক, মাতুয়াইল, কাজলার বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পর পর বিরতিতে লোডশেডিং হবে। মোট ২৪ ঘণ্টার মাঝে ১২ ঘণ্টাই বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে পারে।
এর আগে ১৮ জুলাই লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে চলতি অক্টোবর থেকে লোডশেডিং কমবে বলে জানানো হয়েছিল, কিন্তু তা হয়নি। বরং আরো বেড়েছে। রাজধানীবাসীর অবস্থা নাকাল। দেশের অন্যত্র পরিস্থিতি আরো নাজুক।