দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে দুই ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। একটি হলো- জঙ্গি হামলা, আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করা। এসব ঝুঁকি মোকাবিলায় আমাদের গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজ করছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট দিয়ে, ভুয়া একাউন্ট খুলে সাম্প্রদায়িকতাকে উসকে দেয়ার একটি প্রবণতা সবসময়ই থাকে। গত বছর কুমিল্লার একটি মন্দিরে কোরআন শরিফ রাখা নিয়ে যে ঘটনা ঘটলো, সে ধরনের অপচেষ্টা এ বছরও থাকতে পারে।
তিনি আরও বলেন, মাস খানেক আগে থেকে আমরা এসব ঝুঁকি মোকাবিলায় কাজ করছি। এরই মধ্যে আমরা জানতে পেরেছি, প্রায় ৫০ জন ছেলে তাদের বাড়িঘর ত্যাগ করেছেন। তারা কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন তা নিয়ে আমরা কাজ করছি ও অনেক দূর এগিয়েছি। আশা করি, ফিল্ড অপারেশনে আসার আগেই তাদের ধরতে পারবো। আমরা এসব বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সবাইকে নিয়ে আলাদাভাবে সভা করেছি। আশা করি, এবার কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না, তারপরও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
তিনি বলেন, কোনো মন্ডপে প্রতিমা থাকা অবস্থায় ২৪ ঘণ্টা সেখানে মানুষ থাকতে হবে। কেউ না কেউ পাহারায় থাকবেন। প্রতিমা বানানোর আগে থেকেই আমরা আয়োজকদের এসব নির্দেশনা দিয়ে আসছি।
শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরীতে যেসব জায়গায় প্রতিমা বানানো হচ্ছে, আমরা সেসব জায়গায় পুলিশ দিয়েছি। মন্দির কমিটির পক্ষ থেকে ও পুলিশের পক্ষ থেকে যদি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় না কোথাও প্রতিমা ভাঙার আশঙ্কা সৃষ্টি হবে।
ঢাকা মহানগরীতে ২৪২টি পূজামন্ডপে এবারের শারদীয় দুর্গোৎসব পালন হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পাঁচটি ‘ক’ শ্রেণির মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভিআইপিদের নিরাপত্তার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে সে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বাকি মন্দিরগুলোতে আমাদের পুলিশ ও আনসার সদস্যরা থাকবেন। তারা স্থায়ীভাবে মন্দিরের কাছে থেকে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, বড় পাঁচটি মন্দিরে আমরা সিসিটিভি ক্যামেরা বসিয়ে সহায়তা করবো। বাকি মন্দিরগুলোর জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করবেন আয়োজকরা। পাশাপাশি সার্বক্ষণিক ক্যামেরা তত্ত্বাবধানের ব্যবস্থাও করবেন তারা। এছাড়া আমরা পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার জন্য অনুরোধ করেছি। পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পূজা চলাকালে দর্শনার্থীদের চেক করার ব্যবস্থা থাকবে। তাই আমরা অনুরোধ করবো, পূজামন্ডপে আসার সময় কোনো ধরনের ব্যাগ কিংবা ছোট থলে নিয়ে আসবেন না। এগুলো নিয়ে এলে গেটেই রেখে আসতে হবে। এছাড়া আমাদের ভ্রাম্যমাণ দল থাকবে। প্রতিটি থানায় ভ্রাম্যমাণ দল মোতায়েন করা হচ্ছে। তারা পূজামন্ডপ ও আশপাশের এলাকা ঘুরে ঘুরে দেখবে। এবার দেশের ৩২ হাজারের বেশি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।