র্যাবের ওপর নিষেধাজ্ঞা কোনো শাস্তি নয় : পিটার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ পিএম, ২৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:২৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের ওপর নিষেধাজ্ঞা কোন শাস্তি নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, এই বাহিনীর সদস্যদের আচরণ পরিবর্তনের জন্যই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শিগগিরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়াটা কোনো শাস্তি নয়। তারা যেন তাদের আচরণ পরিবর্তন করে, সেজন্যই দেয়া হয়েছে। তিনি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শিগগিরই প্রত্যাহার হবে না এই নিষেধাজ্ঞা। তবে বাহিনীতে সংস্কার আনলে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হতে পারে। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। কাজ করছে।
আমরা আশা করছি, র্যাবের আচরণ পরিবর্তন হবে।
অপর এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, ইন্দো প্যাসিফিক কৌশল- আইপিএসে বাংলাদেশের যোগ দেওয়া না দেওয়াটা কোনো বিষয় নয়। কেননা এটা একটি নীতি। এটা বাংলাদেশ কিভাবে নেয়, সেটাই দেখার বিষয়।