শিক্ষা সফরে জাপান যাচ্ছেন ওয়াসার এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫ এএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ছয় সপ্তাহের ছুটিতে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তবে এই ছুটিতে থাকার সময়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ছয় দিনের ‘শিক্ষাসফরে’ জাপান যাবেন ওয়াসা এমডি।
আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত তার এই সফরের কথা রয়েছে। এ সময় তিনি দায়িত্বরত থাকবেন বলেও সরকারের আদেশে বলা হয়েছে।
সরকারি আদেশে বলা হয়েছে, সফরকারী ব্যক্তিদের যাবতীয় খরচ বহন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
শিক্ষা সফরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামসহ আরও পাঁচজন যাবেন। বাকিরা হলেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোহাম্মদ জাহিদ হোসাইন চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম।