তালাবদ্ধ লাগেজ বুঝে নিয়েছিল বাফুফে : বিমানবন্দর কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ অক্ষত এবং তালাবদ্ধ অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুঝে নিয়েছিল বলে দাবি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, বিমানবন্দরে কোনো চুরির ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দল গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে বিজি-৩৭২ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় অবতরণ করে। পরবর্তীতে বাফুফের প্রটোকল প্রতিনিধি ইমরান, মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওই ফুটবল দলের ২ জন নারী সদস্যের ব্যাগ (হোল্ড ব্যাগেজ) থেকে অর্থ (ডলার ও টাকা) চুরির অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। তাতে দেখা যায়, বিমানবন্দরে চুরির কোনো ঘটনা ঘটেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা ইমরান ও দুজন লাগেজ ট্যাগ চেক করে সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।
সাফ শিরোপা জয়ের পর নেপাল থেকে দেশে ফিরেই রাজসিক সংবর্ধনা পায় বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দরে একদফা সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে চড়ে মতিঝিলের বাফুফে ভবনের উদ্দেশে রওনা হয়। সেখানেও আয়োজন করা হয় সংবর্ধনা ও সংবাদ সম্মেলনের। সারাদিনের সংবর্ধনা ও ক্লান্তি শেষে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান, তখন বিষয়টি নজরে আসে তাদের।
সাফজয়ী দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরি হয়েছে। দুজনের ১৩০০ ডলার খোয়া গেছে। এছাড়া দলের অন্যান্য সদস্যের লাগেজও পাওয়া যায় ভাঙা অবস্থায়।