ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৩৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থাকা নইমুদ্দিন (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া জানায়, রাতে হঠাৎ নইমুদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আরও জানায়, বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ নিহত সজনদের কাছে লাশ হস্তান্তর করবে।