গাড়ির ধাক্কায় তেজগাঁও বিজ্ঞান কলেজের ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ এএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:০৮ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে সে তেজগাঁও কুনিয়াপাড়া এলাকায় থাকতো।
নিহতের চাচা আমানুল্লাহ বলেন, ‘আমার ভাতিজা তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে স্কুলে যাওয়ার সময় তিব্বত এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।