গুলশান থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালালেন নারী আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ এএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৫:০৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর গুলশান থানার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছেন এক নারী আসামি। গত শুক্রবার (২৬ আগস্ট) একটি চুরির মামলায় তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছিল।
থানা থেকে পালানো ওই নারীর নাম খাদিজা আক্তার। গত ২৩ আগস্ট গুলশান থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে গত শুক্রবার তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যেতে চান খাদিজা। এ সময় একজন নারী পুলিশ সদস্য তাকে টয়লেটে নিয়ে যান। কিন্তু খাজিদা টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।
ওসি বলেন, আসামিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আশা করছি খুব শিগগিরই তাকে ধরতে পারবো।
মামলার বিবরণে জানা যায়, গুলাশান-২-এর একটি বাড়িতে কাজ করতেন খাদিজা। গত ১৭ আগস্ট ছুটি নিয়ে তিনি বাড়ি চলে যান। পরে ওই বাড়ির গৃহকর্ত্রী আলমারির ড্রয়ার খুলে দেখতে পান তার চার ভরি চার আনার স্বর্ণের চেইন এবং ৭৫ হাজার টাকা চুরি গেছে। এ সময় বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন খাদিজা এই চুরির সঙ্গে জড়িত। পরে এ নিয়ে খাদিজাকে আসামি করে মামলা করা হয়।