রাজধানীর হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৮ এএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১০ আগস্ট) রাতে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন তিনি।
কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন জান্নাতুল ও রেজাউল নামে দুজন। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া খবরের প্রেক্ষিতে ৪ তলার ৩০৫ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্বামী পরিচয় দেওয়া সেই ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।