ঢাকার ফুটপাতে নিরাপদে হাঁটার পরিবেশ নিশ্চিতের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানী ঢাকার ফুটপাতে নিরাপদে হাঁটার পরিবেশ নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১৮টি সংগঠন-প্রতিষ্ঠানের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে জ্বালানি সাশ্রয়েরও দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ঢাকায় বিপুলসংখ্যক মানুষের বাস। কিন্তু মানুষের নিরাপদে হাঁটার ব্যবস্থা এই নগরীতে নেই। হাঁটার পরিবেশ নিশ্চিতে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করা জরুরি। এ ছাড়া ঢাকার রাস্তায় হাঁটার মতো পরিবেশ তৈরিতে যে ধরনের অবকাঠামো দরকার, তা তৈরির কার্যক্রম হাতে নিতে হবে। কর্মসূচিতে ১২টি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো পথচারী নিরাপত্তা প্রবিধানমালা ২০২১ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন। পথচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে ফুটপাত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। সহজে ও নিরাপদে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে রাস্তা পারাপারের সুযোগ সৃষ্টি। রাতে পথচারীদের চলাচল নিরাপদ করার লক্ষ্যে ফুটপাথ ও সড়কে আলোর ব্যবস্থা করা। ফুটপাতে ছাউনি, বসার ব্যবস্থা, খাওয়ার পানি, গণশৌচাগার নিশ্চিতকরণ। সাইন সিগন্যাল স্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদাকে গুরুত্ব প্রদান। হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য ফুটপাতে ঢালু পথ (র্যাম্প) তৈরি। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করে ফুটপাতে টেকটাইলস স্থাপন। অবকাঠামো দিয়ে পথচারীর নিরবচ্ছিন্ন চলাচলে বাধা তৈরি না করা। ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ। ফুটপাত ও সড়কে অবৈধ পার্কিং বন্ধ করা। ফুটপাতে হকারদের ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা। যেখানে পথচারী চলাচলের ঘনত্ব বেশি, সেখানে কেবল পথচারীদের জন্য সড়কব্যবস্থা চালু করা।
কর্মসূচিতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, ঢাকায় নিরাপদে হাঁটার পরিবেশ নেই। সড়কগুলোতে হাঁটাবান্ধব ও পথচারীবান্ধব অবকাঠামো নেই। পথচারীবান্ধব অবকাঠামো তৈরির জন্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি।
ডিজঅ্যাবল ডিফারেন্ট প্রোগ্রামের (ডিডিপি) নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, ঢাকায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেকে মোটরসাইকেল ফুটপাতের ওপর তুলে দিয়ে চলে। এতে ফুটপাতে হাঁটায় সমস্যা হয়। বিশেষ করে প্রতিবন্ধীদের অসুবিধা বেশি। তাই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা সময়ের দাবি।
লিও ক্লাব অব ঢাকা ওয়েসিসের পক্ষে আকিব দীপু বলেন, ঢাকার বিভিন্ন ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়। এতে ফুটপাত হাঁটার অনুপযোগী হয়ে পড়ে। ফুটপাত দখলমুক্ত করে হাঁটার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তিনি। যেসব সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করা হয়, সেগুলো হলো পবা, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, মানবাধিকার উন্নয়নকেন্দ্র, পরিবেশ আন্দোলন মঞ্চ, রায়েরবাজার উচ্চবিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকণ্ঠ হাইস্কুল, বি-স্ক্যান, ডব্লিউডিডিএফ, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, ডিডিপি, এসডিএসএল, ছায়াতল বাংলাদেশ টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন, লিও ক্লাব অব ঢাকা ওয়েসিস, সিসিএবি, বিওয়াইসিএন, আইডব্লিউবি ও ডব্লিউবিবি ট্রাস্ট।