রাজধানীর বংশালে একটি যাত্রীবাহী বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর বংশালে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার রাত ৮টা ২৩ মিনিটে বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আজ রাত ৮টা ২৩ মিনিটে বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করে রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।