১৮ ঘন্টার অপেক্ষায় মিলল ‘আনন্দের টিকিট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১ পিএম, ১ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:০৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কখনো সহকর্মীদের সঙ্গে আড্ডা আবার কিছুটা ঘুম, এভাবে প্রায় সাড়ে ১৮ ঘন্টা অপেক্ষার পর কুড়িগ্রামের আল-আমীন পেয়েছেন ‘আনন্দের টিকিট,’ মানে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট। আল-আমীন ছাড়াও কমলাপুর রেলস্টেশনে অনেকেরই রাত কেটেছে অপেক্ষায়। কেউ ৮ ঘন্টা, কেউ ১০ ঘন্টা আবার কেউ ১৪ ঘন্টাও অপেক্ষা করেছেন ট্রেনের টিকিটের জন্য।
আজ শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে এমনই তথ্য জানা যায়।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের কর্মী আল-আমীন বলেন, ‘মার্কেটিংয়ে চাকরি করি। বেশিরভাগ সময়ই সহজে ছুটি মেলে না। তাই ঈদের ছুটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিবারই টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। এবারও তাই হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ফেসবুকে রেলের গ্রুপে পরশু রাতের চিত্র দেখে গতকাল দুপুর ২টায় এখানে এসেছি। সঙ্গে আরও দুজন ছিল। অবশেষে সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম এক্সপ্রেসের চারটি টিকিট পেয়েছি। বাড়ি যাওয়ার ব্যবস্থা নিশ্চিত হওয়াতে সত্যিই আনন্দ লাগছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলকার নাঈন বলেন, ‘ভার্সিটির জুনিয়র-সিনিয়র মিলে পাঁচজন গত রাত ১১টায় এখানে এসেছি। সারা রাত এখানেই কেটেছে গল্প করে, হালকা ঘুমিয়ে। অবশেষে সকাল সাড়ে ৮টার দিকে একতা এক্সপ্রেসের দিনাজপুরের চারটি টিকিট পেয়েছি, আলহামদুলিল্লাহ।’
ঢাকা কলেজ শিক্ষার্থী রিফাত রিমন বলেন, ‘গতকাল রাত ৯টায় এসেছি তিন বন্ধুকে সঙ্গে নিয়ে। ১০ ঘন্টা পরে সকাল ৯টায় লালমনিরহাট এক্সপ্রেসের দুটি টিকিট পেয়েছি। সারা রাতের কষ্ট সার্থক হয়েছে।’